তোমার জন্যে খোলা চিঠি
ফারজানা লুবনা
প্রিয় হুতোম প্যাঁচা,
কেমন আছো তুমি?জানি হয়তো ভালই আছো।এই দুর্দিনে ভাল থাকাটাই বড় কথা।কতদিন তোমার কোনো খবর পায় না।দেখাও তো হয় নাই,তাতে কী? দেখা হবে একদিন আমার বিশ্বাস।জীবন যুদ্ধে জয়ি হয়ে এক আকাশ স্বপ্ন নিয়ে,আমার কাল্পনিক তুমি একদিন ঠিকই হাজির হবে আমার সামনে।দিন ক্রমশই ফুরিয়ে আসছে।সময় খুব দ্রুত চলে যাচ্ছে। তবুও জানি হয়তো জীবনের বেলা শেষে হলেও তুমি আসবে আমার খবর নিতে।তখন হয়তো ঝাপসা চোখের দৃষ্টি নিয়ে তোমার দিকে অনিমেষে চেয়ে রইবো।তারপরও আমার হৃদয় ঠিকই চিনে নিবে তোমাকে।শেষের দিন গুলোতে তোমার হাতে হাত রেখে কাটাতে ইচ্ছে হয়।কত কথা জমে জমে পাহাড় হয়েছে।কথার পিঠে কথা সাজিয়ে গল্পের মালা গেঁথেছি তোমার সাথে বলবো বলে।জীবনের শেষ সূর্যাস্ত পাশাপাশি বসে দেখার প্রতিক্ষায় রয়েছি।কোনো হিম হাওয়ার কুয়াশার চাদর মোড়ানো রাতে অথবা বৃষ্টি মুখর সন্ধ্যায় মুখোমুখি বসে স্বপ্নের মায়াজাল বুননের জন্যে তোমাকে খুব বেশী প্রোয়োজন।জানো হুতোম খুব ইচ্ছা ছিলো তোমার সাথে কনকনে শীতের রাতে পুকুর ঘাটের পাকায় বসে জোছনা দেখবো আর গলা ছেড়ে কবিতা পড়বো।ইচ্ছে ছিলো ছাদে চিত হয়ে শুয়ে দুজন মিলে আকাশের তারা গুনার।কিংবা মেঠো পথে হেটে চলার সময় ধান ক্ষেতে দোল খাওয়া হাওয়া যেন ছুঁয়ে যাবে ভালবাসার বার্তা হয়ে।আরো কত শত স্বপ্নের মালা গেঁথে বসে আছি তোমার প্রতিক্ষাতে তুমি বুঝবে কিনা জানি না হুতোম প্যাঁচা।তবু আশা রাখি পাহাড়ের পাদদেশে বসে জীবনে শেষ অপরাহ্ন কাটবে তোমার সাথে।জানি না তুমি কোথায় আছো? দুজন মিলে নক্সি কাঁথার মিহি সেলাই এর গল্প বুনবো,প্রতিটি ফোঁড়ে থাকবে ভালবাসার গল্প গাঁথা। আচ্ছা হুতোম তুমিও কী তেমন করে ভাবনা গুলো গুছিয়ে রেখেছো? যেমন টা আমি রেখেছি।হয়তো রেখেছো,হয়তোবা না।তবুও ভাল থেকো।আর একটা কথা মনে রেখো কেউ একজন তোমায় খুঁজছেগো, তোমার প্রতিক্ষায় দিন গুনছে তুমি কিন্তু তাড়াতাড়ি এসো?আচ্ছা তাহলে বিদায় এবার, চিঠি দিও।
ইতি
তোমার লক্ষ্মী প্যাঁচা
১১ Comments
very good; congratulations.
অসাধারণ সুন্দর অনুভব অনুভুতির প্রকাশ
অসাধারণ কবিতা ভালো লাগলো মনটা ভরে গেল শুভ কামনা রইল ফারজানা লুবনা আপুর জন্য
অসাধারণ অনুভব অনুভুতির প্রকাশ। শুভেচ্ছা ও শুভকামনা রইল
Nothing to say any but really felling excellent
Nice !!!
হুতোমটা বড়োই ভাগ্যবান।। খুব সুন্দর করে মনের মাধুরি মিশিয়ে লেখা। আরও সুন্দর লেখনী দেখতে চায়, এগিয়ে চলো।।
very good response; Congratulations .
সবাই কে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
জানিনা কে ঐই হুতোম প্যাঁচা, তবে অসাধারণ লিখেছেন। Many thanks Ms. Lubna
অসাধারণ