ইচ্ছে
ইচ্ছে হলেই হারিয়ে যায়
ইচ্ছে হলেই ফেরে
ইচ্ছে হলেই চোখের তারায়
স্বপ্ন একে চলে।
ইচ্ছে তার এলোমেলো
মানতে চায়না বাধ
তাইতো সে হারিয়ে যায়
আপন মনের সাধ।
ইচ্ছে তার পাগলা ঘোড়া
ছুটছে অবিরাম
পথের বাঁকে হারিয়ে খোঁজে
হারিয়ে ফেলা নাম।
হারিয়ে ফেলা স্বপ্নগুলো
আবার যদি পায় খুঁজে
তাইতো এতো ছুটেচলা
আশা নিয়ে ঘরে ফেরা
পথের বাঁকে স্বপ্ন বোনা
স্বপ্ন একে চলা।
ইচ্ছে হলেই হারিয়ে যাওয়া
ইচ্ছে হলেই ফেরা
নিজের ঘরে ফেরা॥
আনাড়ি মন
ইচ্ছে হয় যদি নতুন একটা জীবন পেতাম
এক জীবনের ভুল গুলি সব শুধরে নিতাম।
কিন্তু ভুলের খাতা বেজায় ভারী,
ভুল গুলো সব আনাড়ি ভুল,
শাসন বারন কিছু কি আর মানবে এখন।
আনাড়ি মন যা ইচ্ছে তা করেই চলে,
বাধ মানে না একদম সে
কি যে করি ধুত্তুরি ছাই…
ইচ্ছে হয় যদি নতুন একটা জীবন পেতাম
এক জীবনের ভুলগুলি সব শুধরে নিতাম।
মেঘের বাড়ি
মেঘের বাড়ি একলা যাব
মনের মেঘে রং ছড়াব,
কদম কেয়া সংঙ্গে নিয়ে
ঘুরবো মেঘের এধার ওধার,
মেঘটা যখন ভারী হবে
ঝরবো তখন বৃষ্টি হয়ে।
আকাশটা যে মেঘের বাড়ি
মেঘগুলি তাই সারি সারি,
আকাশ টাতে হেলান দিয়ে
দিচ্ছে উকি পাহাড় চূড়ায়।
পাহাড়কে মেঘ দিচ্ছে ছুয়ে
পাহাড়ও তখন পড়ছে নুয়ে।
পাহাড় মেঘের ভালবাসায়
আবাক হয়ে তাকিয়ে থাকি,
অনন্ত কাল চলছে এমন
ভালবাসার লুকোচুরি।।
শেষ ঠিকানা
আরও একবার তুমি ফিরে যাও প্রকৃতির কাছে,
তার কোলে মাথা রেখে নতুন স্বপ্ন দেখ।
দু:খ, দিনতা, হতাশা, কষ্ট যাকিছু আছে
উড়িয়ে দাও ঐ নীল দিগন্তের দিকে,
আবার নতুন করে স্বপ্ন দেখ নতুন কোন।
কেননা স্বপ্নই মানুষকে বাঁচতে শেখায়,
শেখায় জীবনের স্বরলীপি।
আবার বুক ভরে নিশ্বাস নিয়ে বাঁচতে শিখ,
দেখ চারদিকে কত আলো, কত রাশী রাশী ভালবাসা,
তোমাকে শুধু কুড়িয়ে নিতে জানতে হবে।
তারপর আবার নিজের মত করে নিজেকে গড়ে নিয়ে,
সেই ভালবাসা বিলীয়ে দিতে জানতে হবে তোমাকে শুধু।
এর বেশি আর তো কিছু নয়।
মানবতার পথে কল্যানের পথে এবার হাঁটতে হবে
তাতেই তো প্রকৃত শান্তি ও প্রাপ্তি ।
কি লাভ এতো কিছুতে ?
সেই তো শেষ ঠিকানা
মাটির ঘর মাটির বিছানা।।