দুই হাজার কবিতা আবৃত্তি প্রকাশের রেকর্ড।
অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের জনপ্রিয় আবৃত্তি শিল্পী, আবৃত্তির রানী ফাতেমা সুলতানা সুমির কন্ঠে ভয়েস মাল্টিমিডিয়া থেকে দুই হাজার কবিতা আবৃত্তি প্রকাশ উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ও কবি এবিএম সোহেল রশীদ, কবি ও ছড়াকার আতিক হেলাল, কবি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ, কবি ও উপস্থাপিকা ইভা আলমাস, কবি ও গীতিকার রহিমা আক্তার রীমা, কবি ও আবৃত্তিকার নুরতাজ, জনপ্রিয় সংগীত শিল্পী সারোয়ার মাহিন, জনপ্রিয় মিউজিক ডিরেক্টর ও শিল্পী জি এম আজহার সহ আরো অনেকে। সভাপতিত্ব করেন ভয়েস মাল্টিমিডিয়ার প্রধান উপদেষ্টা তৌহিদ হোসেন তোতো মোল্লা। সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় রাহিম আজিমুল।
অনুষ্ঠানে ফাতেমা সুলতানা সুমিকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপনসহ কিছু উপহার সামগ্রি তুলে দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে ভয়েস মাল্টিমিডিয়ার প্রধান পৃষ্টপোষক কবি ও গীতিকার সালেহীন সাজুর প্রতি কৃতজ্ঞা ও সম্মাননা প্রকাশ করা ও ধন্যবাদ জানানো হয়।
২ Comments
জনপ্রিয় আবৃত্তি শিল্পী
ফাতেমা সুলতানা সুমি আপুকে “আমার ধর্ম আমার দেশ”
এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন,ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা রইল।
very good job; Congratulations.