৬০ বার পড়া হয়েছে
পঁচা অন্তর
সাদ্দাম বিশ্বাস
ছটফট করছি একা একা
ক্রমশ আমি আলোহীন হয়ে পড়ছি
নিরূপায় বিশ্বাস বুকে নিয়ে
যাযাবর হয়ে আছি।
কারও কাছে নিম
কেউ ভাবে অমৃত!
এসব ভাবনা আমার সাথে
চির অর্থহীন।
হরিৎ হারা অন্তর
দু’কুলের জানাযায় হাত গুটিয়ে
দাঁড়িয়ে যাওয়া তপ্ত লাশ।
কখন পঁচে গলে
চারদিকের মানুষের বাসের অযোগ্য করে তুলেছি আবহাওয়া।
আমি ও আমার অন্তর ঘুণাক্ষরেও পায়নি টের
বাঁচার আশায় মৃত্যুর হাত ধরে আছি অপেক্ষারত।
তবু যদি একটু হাসে ওরা।