কবি সৈয়দা রোখসানা বেগম’র নীল প্রেম কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হলো রাজধানী ঢাকার কবিতা ক্যাফে, কাঁটাবনমোড়।
গত ১৩ ফেব্রুয়ারি ২০২৪ বিকেল ৪টায় কানাডা প্রবাসী লেখক ও চিত্রশিল্পী সৈয়দ ইকবাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি দিলারা হাফিজ।
কবি, কলামিস্ট ও প্রকাশক আবুল খায়ের-এর সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-
কবি রেজাউদ্দিন স্টালিন (বাংলা একাডেমি পদকপ্রাপ্ত)
শিশুসাহিত্যিক আসলাম সানি (বাংলা একাডেমি পদকপ্রাপ্ত)
কবি সালমা বাণী (বাংলা একাডেমি পদকপ্রাপ্ত)
কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম (সাবেক ডিজি; সচিব)
কবি ও সাবেক সচিব এম এ মান্নান হাওলাদার (সাবেক অতিরিক্ত সচিব)
কবি ও বীর মুক্তিযোদ্ধা এ টি এম ফারুক আহমেদ
কবি ও অভিনেতা এ বি এম সোহেল রশিদ
কবি পলক রহমান (মেজর: অবঃ)
কবি কবির হোসেন তাপস
এছাড়াও কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় অংশগ্রহণ করেন
কবি আব্দুর রব
বাচিকশিল্পী বদরুল আহসান
কবি লুৎফর রহমান
কবি সাঈদা আজিজ চৌধুরী
কবি অনিতা দাস ও আরো অনেকে।
আলোচকগণ কবি সৈয়দা রোকসানা বেগম’র কবিতা লেখার ভূয়সী প্রসংশা করেন। একজন ফুড সায়েন্টিষ্ট হয়েও বাংলা সাহিত্যচর্চায় সম্পৃক্ত করা কঠিন কাজটি বিদেশের মাটিতে করে যাচ্ছেন নিরলসভাবে। সবাই তাঁকে আগামীতে আরো বেশি লেখায় অনুপ্রাণিত ও আরো সমৃদ্ধ লেখা লিখতে উৎসাহ প্রধান করেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন : কবি আবুল খায়ের এবং কবি অনিতা দাস।