নিশ্চুপ নিশ্চল
(সুরমা খন্দকার)
চিৎকার করে ফিরে আসবার কথা ছিলো না, তবু
আমার ভিতর জুড়ে মোহের যে ইন্দ্রজাল, তাতে প্রবল অবিশ্বাস নিয়ে আমি অপেক্ষা করি-
এই কিংকর্তব্যবিমূঢ় অবিশ্বাস তুমি মিথ্যে করবে।
যেমন করে বৈশাখী ঝড় ওলট-পালট করে সব!
আজকাল বড়ো বেশি অপুষ্ট, রুগ্ন প্রিম্যচিউর শিশুর মতো মনে হয় আমাদের সম্পর্কগুলো।
বাড়তি অক্সিজেন ছাড়া যে নিতান্ত অসহায়।
ভীষণ পলকা গাঁথুনী আমাদের অনুভূতিদের।
যা দিয়ে হৃদয়গুলো বেঁধে রাখা যায় না।
তাইতো এখানে দু’একটা বিশুদ্ধ আবেগ অবলীলায় বেকার।
অনুভূতিদের শরীর জুড়ে হীনতার ছাপ।
কোথায় যেন শব্দেরা অকেজো।
তাই নৈঃশব্দের হোক কথামালা।
দু’চোখে লুকিয়ে থাক পদ্মদীঘির জল।
আর ফিরে যাবার জন্য একটা হৃদয় ও নেই বলে–
চলে যাওয়া কেবল
নিশ্চুপ, নিশ্চল।।
৩ Comments
বাস্তবতার সাথে অনেক মিল বলে আমার ধারনা।
Congratulations
খুব সুন্দর খালামনি।?