১৬১ বার পড়া হয়েছে
নিত্য পণ্যে আগুন
মিতা পোদ্দার
আগুন লেগেছে নিত্য পণ্যে
ফর্দের কাটাকাটি,
দামটা শোনে অবাক হবেন
জিনিস নয়তো খাঁটি।
কর্তাবাবু থলে হাতে নিয়ে
গিন্নির কাছে যায়,
ঘরে পিঁয়াজ ফুরিয়েছে
হবে কী এখন উপায়?
পেঁয়াজের দাম ‘শ”তে গিয়ে
লঙ্কার সে কি হাসি,
লঙ্কা পেঁয়াজ ছাড়া গেলে
গিন্নি দিবে ফাঁসি।
আলুটাও টপকে বেড়ে
সত্তরে হয় সাবাড়,
মাংসে আলু দিতে হবে
গিন্নি বলেছে বারবার।
পাঁচতলা বাড়িওয়ালা
কাঁচকলা খাক না,
দামে তারও গজিয়েছে
মহা এক পাখনা।
বরবটি আর টমেটোতে
ভাব জমেছে বেশ,
ঢেঁড়সের জারিজুরি
বর্ষায় হল শেষ।
বাজার আজ যেমন তেমন
দামে দরে পাক্কা,
ব্যাগ নিয়ে ঘুরি শুধু
গিন্নির খাই ধাক্কা।