১৩৪ বার পড়া হয়েছে
নিঃসঙ্গ নিসর্গ
সাঈদা চৌধুরী
নিঃসঙ্গ নিসর্গ বিজন প্রান্তর
চাঁদহীন রাত একলা আকাশ
রহস্যময়তা একরাশ
নির্মল নীলটুকুও ঢাকা পড়েছে;
পত্রহীন বৃক্ষটি,
বাহু মেলে ঠায় দাঁড়িয়ে
আঁধারের বক্ষ জুড়ে
আর্তনাদ সমর্পণ !
নিকষ কালো জলে
নীরব বিষণ্ণ নদী,তবুও–
দু একটি নিশিপদ্ম
দলগুলো তার
ক্ষয়ে ক্ষয়ে যায়
তরঙ্গে তরঙ্গে।
বক্ষের ঠিক মধ্য বরাবর
মন্থন রোমন্থন শেষে
চিড়ে চিড়ে যায়
দুর্দান্ত বেগে
সুদূরে পক্ষ সঞ্চালি।
নিমীলিত আঁখি
প্রবহমাণ মহাস্রোত
নিত্য দিনের মতই;
কালবেলার পথিকের পদচারণা
শুনতে পাওয়া যায়
মহাকালের অভিযাত্রী প্রার্থনা জানায় –
দু’দণ্ড সময় শান্তি দাও আমায়।
————————-
২.৫.২০১৮
১ Comment
নৈস্বর্গীক নিঃসঙ্গতাঃ-
সম্পর্কে জড়ানোর ব্যপারে আমরা কমবেশী সবাই একটু আধটু বা অনেকটা ভুল করে থাকি,আর এই ভুল থেকেই আমরা অনেকটা শিক্ষা গ্রহণ করতে পারি।
কোথায় আমার কতটুকু ভুল ছিল সেগুলো ভেবে বেশী ইমোশনাল হয়ে পড়ি কষ্ট পাই অনেক কষ্ট পাওয়া থেকে শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষা থেকেই আমাদের সবার উচিত বারবার নতুন সম্পর্কে জড়িয়ে না গিয়ে নিজের ভিতর একটা জগত তৈরী করে নেয়া।
বারবার সম্পর্কে জড়িয়ে যাওয়ায় আমাদের ব্যক্তিত্বের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলে,এই নিন্দনীয় পরিচয়টা প্রথম নিজের কাছে ধরা পড়ে।
তারপর যতটা সময় এগিয়ে যায় তখন এক যন্ত্রণাময় চারিপাশ আবিষ্ট করে ফেলে।
তাতে করে নিজের ব্যক্তিত্বের উপর প্রচন্ড পরিমাণে সবার নিন্দনীয় একটা পরিচয় ফুটে ওঠে।সেখান থেকে বেড়িয়ে আসা অনেকটা কঠিন হয়ে পড়ে,
তারচেয়ে এভাবে বারেবার সম্পর্কে জড়িয়ে না পড়ে একান্ত নিজের ভিতর বেঁচে থাকা ধারণ করা শিখতে হয়,আর এতে করে নিজের ভিতরের আলোটার প্রস্ফুটন ঘটে।
নিজেকে জানার চেনার একটা পরিবেশ তৈরী হবে
আসলে নিজের ভিতর বেঁচে থাকার মতন আনন্দ আর কিছুতে নেই,
এ যে এক নৈস্বর্গীক নিঃসঙ্গতার সহিত বসবাস।
Moriam Islam