নতুন সূর্যোদয়
কবির আল মামুন
যে আশার আলো নিয়ে হলো নতুন সূর্যোদয়,
সে আলোক কি নিভে যাবে? মনে বড় ভয়!
চারি পাশে দেখছি আবার শকুনের উড়াউড়ি,
স্বপন জেগেছে বুকে, মারবে কি কেউ ছুরি?
জন্মভূমির মাটিজুড়ে ছড়ানো মিষ্টি সুবাস,
শান্তির ডালপালায় ছুঁতে চাই নীল আকাশ।
যারা অশান্তি ছড়ায় শত বিষাদের সুরে গান,
শকুনের কেড়ে নিতে হবে নখ, দন্ত, প্রাণ।
স্বপ্ন ভাঙতে চাইছে যারা, তারা জানে না ঠিক?
কতটা রক্ত ঝরে আজ খুঁজে পেয়েছি দিক।
অন্ধকারের ফাঁদে পড়া সেতো কালো অতীত,
আলোর পথে হাঁটতে হবে যে শক্ত করে ভীত!
শকুনদের রুখতে হবে রাখতে হবে সজাগ দৃষ্টি,
আর কভূ দেখতে চাই না অন্যায়, রক্তের বৃষ্টি।
নতুন দিনের যোদ্ধা সকল অন্যায় বাঁধা রুখি,
সোনালি স্বদেশ গড়ে হবো আলোর মুখোমুখি।
ভয় কী? জাগো সবে, শপথ নিয়েছি হাতে হাত,
কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দেবো তিমির এ রাত।
কভুও থামবে না এই আলো, এসেছে নতুন রবি,
ভেঙে যাবেই সকল বাধা, মিলবে স্বপ্নের ছবি।
আলোর পথে সকলের তরে ভরে উঠুক দেশ,
নতুন দিনের সূর্যোদয়ে, আসুক খুশির রেশ।
শকুনেরা দূরে থাকুক, যেন আর ফেরা না হয়,
আলোয় আলোয় ভরে উঠুক, নতুন সূর্যোদয়!