তোমাকে লেখা চিঠি
কল্পনা সুলতানা
তোমাকে লিখলাম নীল চিঠি
বিষণ্ণতা আর বিষাদে ভরা নীল খামে—
বিষাদ ছুঁয়েছে আজ মন ভালো নেই!
নিরবতার গভীর অরণ্যে ডুবে আছি এই আমি।
আমার অনুভবে সারাক্ষণ একটি বধির শব্দ আমাকে
পিছু ডেকে ডেকে যায়,
সে শব্দে আমি দিশেহারা।
যতবার আমি পিছু ফিরে চাই
তৃষিত আঁখিতে কিছু দেখিতে না পাই!
প্রত্যাশা প্রাপ্তির আড়ালে আহত এ-ই আমি,
ভালোবাসার দহনে পুড়ে পুড়ে ছাঁই হয়েছি বার বার,
তবুও সব অভিমান সব অবহেলা ঝেড়ে মুছে ফেলে
তোমাকে খুঁজে নিয়েছি বার বার।
সেদিনও তোমাকেই ভালোবেসেছিলাম আজোও তোমাকেই ভালোবাসি।
ভালোবাসি ভালোবাসি—
নিথর এ শব্দটি ছুড়ে দিয়েছি
আকাশে বাতাসে ও পরবাসে।
আমার অসহায় এ মন
আজোও তোমাকেই খোঁজে!
সব শেষেও জেনো আমার প্রতিটি অনুভবে একান্তে
আমার নিঃশব্দ নিরাবতায় প্রতিনিয়ত তোমারই বাস।
অহর্নিশ ভালোবাসি তোমাকে।
তুমি ভালো থেকো সব প্রান্তে সব সবখানে সব সময়।
১ Comment
অসাধারণ সুন্দর একটি কবিতা ???