তুমিও কেঁদেছিলে
মুহাম্মদ শামসুল হক বাবু
কবিতা লিখেছি আমি আঘাত পেয়েছে সে
কেউ তোমরা বলতে পারো তিনি আমার কে?
ঐ “বুকের ভিতর ব্যথা” নামক আমার কবিতা
তুমি যেন জাফর ইকবালের ভালোবাসার ববিতা।
তোমার চেয়েও বেশি ভালোবাসি বললে আমায়
মহব্বতপুরে হাসি ফুটেছে আমাদের ক্ষমায়।
সে যে আমার প্রাণের স্পন্দন আমার দেহের শির
কেঁদেছে সে কেঁদেছি আমি নিশ্চুপ ছিল নীড়।
কষ্ট পেয়েছে সেই কবিতায় আমিও পেয়েছি কষ্ট
মজবুত হয়েছে বিশ্বাস আজি ভালোবাসা হয়নি নষ্ট।
বলেছিল সে তুমি তো কবি লেখতে পারো সবই
আমি না হয় বলতে পারি না- দুঃখ পাই যতই।
কষ্ট দিয়ে কষ্ট পেয়েছি দেখাতে যদি পারতাম
হাত পা বাঁধা না থাকলে আমি চলে আসতাম।
প্রেম রোগে যদি হই প্রেমপাগল তুমি তাহলে কি?
পাগলির প্রেমে পাগল আমি ইহা লোকে বুঝবেনি!
আমিও বুঝি তুমিও বুঝেছ অপেক্ষা করতে হবে
কোনও উছিলায় প্রভু একদিন ইচ্ছে পূরণ করবে!
বিদ্রঃ অসমাপ্ত প্রেমের কবিতা।
১ Comment
congratulations