তাপদাহ
তানভীন সাজেদা
বৈশাখের তাপদাহ
চারিদিকে হাহাকার
গরমে অতিষ্ট
এ কেমন কারবার!
হররোজ হৈহৈ
বৃষ্টি তুমি কই!
এলে তবে গেলে কোথা
বিস্ময়ে চেয়ে রই।
অফিস পাড়ায় ছুটে
হাতে নিয়ে কালো ছাতা
কিম্ভুত গরমে
ঠিক বলো থাকে মাথা!
এই ছুটি ইস্কুল
না, না খোলা যাবে না,
খুলতেই হৈহৈ
রক্ষা যে হবে না।
ক্লান্ত রিক্সাওয়ালা
গরমে হাহাকার,
ভাড়া নেই রোজকার
এ পেটের দায় কার!
ছিটাও পানি তবে
সব করো ঠাণ্ডা
কেউ বলে ধুর ছাই!
হবে ঘোড়ার আণ্ডা।
বোতল বোতল পানি
বিলিয়ে জনগনে
মানব সেবা করে
কেউ কেউ নির্জনে।
বুয়াও ছুটি কাটায়
শরীরে ঝিনঝিন
সপ্তাহের এমাথা ওমাথায়
মোটমাট তিনদিন।
আহা গরম, লাগে চরম
তবু নাই মুক্তি
সংসার সংসার
কী ভীষণ চুক্তি!
কাঠফাটা রোদ্দুরে
মেঘ শুধু করে ছল
গনগনে উনুনে
তেলকাটা ফোঁড়নে
চোখের কোলজুড়ে
চিকচিক করে জল।