জীবন সে তো পদ্ম পাতা নয়
আফরিন মৌ
জীবন শুধুই কি পদ্মপাতা
জীবন সে তো শুধু পদ্মপাতা নয়
কেন জানি এত ছুটাছুটি!
জীবনের মানে কি কখনও খুঁজে পেয়েছি!
পাইনি! অবিশ্রান্ত চিন্তিত মনে শুধুই সারাক্ষণে
ভেবেছি অনেক দেখেছি কাছে
শুধুই ছুটে চলেছি অবিরত ছুটেচলা
অদম্য ছুটে চলা, রানারের মত ছুটেচলা
জীবন সে তো এক পদ্ম পাতা নয়।
কিসের মোহে আমরা জীবন যুদ্ধে
পদ্ম তো জলের ই শোভা পায়।
তবুও তার নেই কোন অহংকার
মানুষে মানুষে কেন এত সুরাসুর
বিশাল জলরাশির বুকে দাঁড়িয়ে
লতানো দেহখানি দুলিয়ে
অনন্তকাল চলছে তার নিয়মেই
স্থলে ও জলে দাঁড়িয়ে বিস্তৃত হয়ে
বিস্তৃত জলরাশির যে প্রানের স্পন্দনে
শোভা দিয়ে যাচ্ছে অনন্তকালে
তা কি কখনও ছুঁয়েছে জলের হৃদয়ে
কখনও কি শুনেছে তার হৃদয় ভাঙার ক্রন্দন
পদ্ম পাতায় জল লাগেনা দোষ কি তাতে জলের
নির্বাক কিছু সময়ের আঁড়ালে চলে অন্তর্ঘাত!
২ Comments
অনেক সহজেই অসাধারণ অনুভুতি
দারুন লিখেছেন।