১৬৫ বার পড়া হয়েছে
জলপ্রপাত
সাবিনা সিদ্দিকী শিবা
তোমার নামে সকাল আসে,
তোমার নামেই রাত।
পাহাড়ের বুকে ঝর্ণার স্রোতে,
হয় যে জলপ্রপাত।
তোমার নামে আকাশের কোনে
জমে থাকে মেঘ।
মেঘ বালিকা আকাশ থেকে,
ঢালে তার আবেগ।
তোমার নামে খরস্রোতা নদীতে,
উথলে উঠে ঢেউ।
আকাশ হতে বৃষ্টি নামে চোখে,
বুঝে না তবুও কেউ।
তোমার নামেই সাগরের বুকে,
কত স্মৃতি ভীড়ে।
এখন ও খুঁজি তোমার ছায়া,
স্বপ্ন লোকের নীড়ে…
১ Comment
Congratulations