বৈষম্য বিরোধী কবি সমাজ আয়োজিত ছাত্রজনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও বানভাসি মানুষের প্রতি সমবেদনা জানিয়ে কবিতা পাঠের আয়োজন করা হয়
গত ২৯ আগস্ট ২০২৪ খ্রি. বিকেলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মিলনায়তন, ৩ লিয়াকত
এভিনিউ, বাংলাবাজার, ঢাকায়।
প্রধান অতিথি :
প্রাকৃতজ শামীমরুমি টিটন। সভাপতি,
কবি ডক্টর সৈয়দ রনোসহ আরো অনেকে উপস্থিত ছিলেন:–
কবি গবেষক ও সংগঠক প্রাকৃতজ শামীম রূমি টিটন
কবি ও সাংবাদিক ড. সৈয়দ রনো
কবি ও সংগঠক মুস্তাফিজুর রহমান চৌধুরী
কবি ও সংগঠক নজরুল বাঙালি
ড. শরিফ শাকী
মরমী কবি ও গীতিকার আব্দুল গনি ভূঁইয়া
কবি কলামিস্ট ও প্রকাশক আবুল খায়ের
কবি সংগঠক রবিউল আলম রবি সরকার
আরো প্রমুখ অসংখ্য কবিসাহিত্যিকবৃন্দ ।
অনুষ্ঠানটি দারুণ উপভোগ্য ছিলো। কবিতা পাঠ ও আলোচনার মাধ্যমে আগামী প্রজন্মের কবিদের জন্যে বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ সহ দেশের কবিসাহিত্যিকদের সত্যিকারের অধিকার বাস্তবায়নের জন্যে গুণিজনের সুপরিকল্পিত মতামত ও দিকনির্দেশনা প্রদান করেছেন এবং করণীয়গুলোর সুস্পষ্ট আলোচনা করেছেন।
আয়োজকদের মধ্যে আবদুল গনি ভূঁইয়া, নজরুল বাঙালি, ডক্টর সৈয়দ রনো, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং পুস্তক প্রকাশক সমিতির সম্মানিত নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা ছিলো। ধন্যবাদ কবি, প্রাকৃতজ শামীমরুমি টিটন ভাইকে কবিদের নিয়ে এমন একটি সুন্দর কবিতা পাঠের আয়োজন করার জন্যে।