১৩১ বার পড়া হয়েছে
চল ঘুরে আসি
আয়েশা সিদ্দিকা কনক
চল ঘুরে আসি দূরে কোথাও,
অনেক তো হলো গল্প
এমন কোনো নদীর জলে,
যার গভীরে সুখ বাঁচে,
সে জলে সাঁতার কাটি।
দুঃখ নিয়ে ঘরের কোনে,
কাজল কালো দিঘির জলে,
স্বপ্নগুলোর জলাঞ্জলি দিয়েছি শত শত
একবার না হয় নিজের লাগি,
সোনালি রোদ্দুর গায়ে মাখি,
প্রজাপতির মতো উড়ি।
ঝাউবনের যেই হায়াতে,
সাঁওতালের মেয়েরা নাচে,
চিকন সুতার আবরণে,
মনের মতো সাজি।
আয়েশা সিদ্দিকা কনক
স্থান: টরন্টো, অন্টারিও, কানাডা