ঘূর্ণিপাক সময়
কানিজ সাপি
খুব বিস্মিত মগ্নচৈতন্য ধূমায়িত রিক্ত মন
নির্বিকার ভ্রান্ত সর্বনাশ সময়ের কাছে নতজানু
অন্ধকার বন্ধ দ্বারে ঘন নিঃশ্বাসে মুখ গুঁজে আছে মানুষ
অগ্নি স্ফুলিঙ্গ যাত্রা শুরু হবে কবে কোথায় কখন অজানা
এটা নতুন পৃথিবী নীতির যুদ্ধে মরীচিকা নীল নির্মম ভাঙা পথ
অবচেতনার তল হতে বহু কষ্টে অতিক্রম
আশার বিজ্ঞাপনগুলোয় সম্ভাবনার সংকেত
আবার অমানুষের ছোবলে কালাকালের কাছে পরাজিত
নির্বাক ক্ষয়ে ক্ষয়ে বিরাট আত্মপরিচয়গুলোতে
ভ্রান্তির ঘূর্ণিপাকে প্রেতের আত্মপ্রকাশ
বিবেক অবিবেকের বিকর্ষণ
এরপর আবার চলবে সগৌরবে অবিবেকের শাসন
যে গলির রাস্তাটায় রাজ্যের অন্ধকার বাঁচার শ্লোগানের
উদ্বেল বিক্ষোভ হয় খুব
হাজার হাজার ডানা ভাঙা দাঁড়কাক ক্লান্ত করাঘাতে
শেষমেশ উড়তে পারে না আকাশে
জীবনের অভ্যুত্থান আবার চিৎপটাং
আলোর অভিসারের উন্মাদনার উৎসব বরাবরের মতো পিছন ফিরে হাঁটে।
১ Comment
সুন্দর লিখেছেন