১৫৫ বার পড়া হয়েছে
(আজ বিশ্ব পরিবেশ দিবস। আমার লেখা নিম্মোক্ত ছড়াটিও হতে পারে এর অংশবিশেষ)।
গাছ দেয় ছায়া
গোলাম নবী পান্না
আঁচ করে দেখি না তো
গাছ দেয় ছায়া
সে ছায়ায় মিশে থাকে
কি যে এক মায়া।
শরীরটা জুড়াতেই
এর জুড়ি নাই
রোদ এলে ওর নিচে
ছায়া খুঁজে পাই।
ঝড় আর বাদলের
ঝাপটাটা এলে
গাছের বাধায় পড়ে
প্রতিরোধ মেলে।
অক্সিজেনও পাই
এই গাছ থেকে
যত্নটা করা চাই—
তাই সবে একে।
গাছ কাটা বাদ দিয়ে
চারা লাগাবেন
সকলের মাঝে এর
সাড়া জাগাবেন।
তবে হবে প্রকৃতি
মায়া-ছায়া ঘেরা
সুন্দর পরিবেশে
দেশ হবে সেরা।