লেখা আহবান:
আমাদের দেশের খ্যাতিমান লেখক, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ডক্টর জসিম উদ্দিন, থাইল্যান্ডের একটা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন গত ২১-০৯-২০২২ তারিখে।
দেশের গন্ডি পেরিয়ে যিনি আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেন একজন দক্ষ কর্মী হিসেবে। আণবিক শক্তি কমিশনের উপদেষ্টার মতো এতো বড়ো পদে এবং জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠানে কাজ করার সুবাধে তিনি নিজের যোগ্যতা যেমন প্রমাণ করতে সক্ষম হয়েছেন তেমনি দেশের জন্য সম্মান কুড়াতে সফল হয়েছেন। বিশ্বের বহু দেশে যিনি তাঁর কর্মময় জীবনে সাফল্যের সাথে দায়িত্ব পালন করে দেশের গৌরবকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার প্রয়াস পেয়েছেন। আমরা চাই এই গুণীজনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও তাঁর প্রতি শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্বের অংশ। তাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
এই উপলক্ষে শিল্প-সাহিত্যের কাগজ ‘কালের প্রতিবিম্ব’র পরবর্তি সংখ্যাটি সাজানো হবে ডক্টর জসিম উদ্দিনকে নিয়ে।
এ সংখ্যায় থাকবে ডক্টর জসিম উদ্দিনকে নিবেদিত গল্প-কবিতা-ছড়া-প্রবন্ধ-নিবন্ধ।
আপনার লেখাটি আগামী ১৫ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় পাঠানোর অনুরোধ করছি।
আবুল খায়ের
সম্পাদক, কালের প্রতিবিম্ব
প্রকাশক: প্রতিবিম্ব প্রকাশ
বাড়ি:০১, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা।
E-mail: khair.hrm@gmail.com
মোবাইল: 01715 363079
ওয়েব: https://protibimboprokash.com/
পেজ: https://www.facebook.com/protibimboprokash
১ Comment
good job!