২০৫ বার পড়া হয়েছে
আমি শুধু আমার জন্য
কোহিনূর আক্তার
আমার ভালো থাকাটা প্রেমময় নয় ।
তাই ভালো থাকা থেকে দূরে চলে যাই
ছোট্ট কোনো ঝিলের পাড়ে , থম থমে পুকুরটার
ঢেউ খুঁজতে!
হয়তো আমি আমার জন্য নয় ।
সবার জন্য আমি, আমার জন্য আমি একা, শুধু একা ।
হয়তো এই বেঁচে থাকার নামই ,খোলা আকাশ নয়
প্রাণ খুলে অক্সিজেন নেবার মতো স্বাভাবিক বেঁচে থাকা নয় ।
আমি শুধু আমার জন্য।
২৯/৯/২১