কুহকিনী
সামিয়া আফরিন (অর্পা)
এইখানে একটা ঘর ছিল,
সমান্তরাল জমিতে মাটির কুড়েঘর।
সেই ঘর ভর্তি কিছু স্বপ্ন ছিল
সাথে অনুভব করা ভালোলাগার খুচরো স্মৃতি।
ছিল ঘরের কোণে মারগলা ভাতের বুদবুদ
সিকে তোলা দধির ধবধবে সাদা মাখন
কলসি ভর্তি কুয়ার জমা আয়না জল।
ছিল উঠান জুড়ে কবুতরের ডানা ঝাপটানো বাতাস
মোরগ সমেত হাঁস- মুরগীর যুক্তিবিদ্যার লড়াই।
ছিল বিলের জলে টলতে থাকা পদ্ম ফুলের গল্প
বাতাসে ভেসে আসা রাখালের বাঁশির সুর
আর ক্ষেত থেকে আসা পাকা ধানের মৌ মৌ সুবাস।
এইখানেই একটা ঘর ছিল,
ছিল ঘরের কোণে জ্বলতে থাকা সন্ধ্যা কুপি
উত্তরের জানালার ফাকে জোনাক পোকার আলো
ছাতিম গাছের ডালে বসা লক্ষ্মীপেঁচার ডাক
ঝিরিঝিরি বাতাসে উড়ে আসা মহুয়ার গন্ধ।
ছিল আকাশের বুকে ঝকঝকে রুপালী চাঁদ
আর আমার বুকে শান্ত হয়ে থাকা
চাঁদমুখো দুরন্ত ছুটে চলা সেই মেয়েটা।
২ Comments
very nice poetry; congratulations
অসাধারণ লেখনী