নওগাঁ সাহিত্য পরিষদ এর উদ্যোগে “কাহ্নপা সাহিত্য পদক” প্রবর্তন ও প্রদান অনুষ্ঠিত:
গত ৮-৯ মার্চ ২০২৪ দুইদিন দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে সূচিত হলো কাহ্নপা সাহিত্য পদক।
নওগাঁ জেলার প্রতিনিধিত্বকারী সাহিত্য-সংস্কৃতি বিষয়ক অপেক্ষাকৃত নবীন সংগঠন “নওগাঁ সাহিত্য পরিষদ” চলমান ২০২৪ সালে প্রবর্তন করলো ” কাহ্নপা সাহিত্য পদক”। দুদিন ব্যাপী আয়োজিত ” লেখক সম্মেলন”– এ কবিতায় উদবোধনী ” কাহ্নপা পদক ২০২৪” প্রদান কর হয় কবি আমিনুল ইসলামকে। ছোট কাগজ সম্পাদনায় এই পদক দেওয়া হয়েছে ” দাগ ” সম্পাদক মিজানুর রহমান বেলালকে। বিগত ৮-৯ মার্চ/২০২৪ দুইদিন দিন ব্যাপী আয়োজিত লেখক সম্মেলনের ২য় দিন নওগাঁ প্রেসক্লাব মিলনায়তনে হলভর্তি অনুষ্ঠানে তাদের হাতে “কাহ্নপা পদক ২০২৪”, ক্রেস্ট এবং ১০,০০০ ( দশ হাজার) টাকার চেক তুলে দেন প্রধান অতিথি নওগাঁ জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এ.কে. এম. ফজলে রাব্বি। তিনি তাদের গলায় নওগাঁ সাহিত্য পরিষদের উত্তরীয় পরিয়ে দেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতি ছিলেন নওগাঁ সাহিত্য পরিষদের উপদেষ্টা অধ্যাপক ড. ফাল্গুনী রানী চক্রবর্তী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, নওগাঁর তথ্য সেবা অফিসার বিশিষ্ট বাচিকশিল্পী তানিয়া খন্দকার এবং কথাসাহিত্যিক রবিউল করিম। মঞ্চে আরও ছিলেন নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি কবি অরিন্দম মাহমুদ এবং সাধারণ সম্পাদক কবি আশরাফুল নয়ন।
প্রথম দিনের উদবোধনী অনুষ্ঠানে সম্মেলনের উদবোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী কবিকুঞ্জ এর সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বকুল, মৃদঙ্গ সম্পাদক কবি কামরুল বাহার আরিফ, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, নওগাঁর জেলা কালচারাল অফিসার মোঃ তাইফুর রহমান এবং আরও কয়েকজন। সভাপতি ছিলেন নওগাঁ সাহিত্য পরিষদের উপদেষ্টা অধ্যাপক ড. শামসুল আলম। দুদিন ব্যাপী লেখক সম্মেলনে দেশের দুই শতাধিক লেখক অংশগ্রহণ করেন। আলোচনা, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ ও অন্যান্য সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাহিত্যের ভুবনে আমিনুল ইসলাম বরেন্দ্রভূমির মুগ্ধ শব্দচাষি। নওগাঁর বিভিন্ন ঐতিহাসিক অনুষঙ্গ নিয়ে তিনি অনেক কবিতা লিখেছেন। মিজানুর রহমান বেলাল অনেক বছর ধরে ” দাগ ” লিটল ম্যাগাজিন সম্পাদনা করে আসছেন। বরেন্দ্রভূমি হচ্ছে চর্যাপদ এর কবিদের পীঠস্থান। কাহ্নপা নওগাঁর সোমপুর বিহার (পাহাড়পুর বৌদ্ধবিহার)-এ বসে সবচেয়ে বেশি সংখ্যক পদ রচনা করেছিলেন। তার নামে সাহিত্য পদক প্রবর্তন একটি মহৎ উদ্যোগ। এটা নিজেদের শেকড়ের সঙ্গে শৈল্পিক অচ্ছেদ্যতায় সংশ্লিষ্ট থাকার প্রেমময় রূপ। এই পুরস্কার প্রদান অব্যাহত থাকলে তা বাংলা সাহিত্য সংস্কৃতির ভুবনে একটি গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করবে বলে গুণিজনদের বিশ্বাস।