২০৭ বার পড়া হয়েছে
বরেণ্য সাহিত্যিক আনিসুল হক-কে কালের প্রতিবিম্ব, ঈদ সংখ্যা প্রদান করা হয়:
কানাডাতে সাহিত্য আড্ডায় কালের প্রতিবিম্ব, ঈদুল আজহা সংখ্যা নিয়ে আলোচনা হয় গত ২২-২৩ সেপ্টেম্বর ২০২১ দুইদিনব্যাপী
সাহিত্য আড্ডা শেষে কালের প্রতিবিম্ব, ঈদ সংখ্যা, বরেণ্য সাহিত্যিক আনিসুল হকের হাতে তুলে দিচ্ছেন- ম্যাগাজিনের উপদেষ্টা ও কানাডা প্রতনিধি কবি তাসলিমা হাসান।
সংবর্ধণা ও সাহিত্য আড্ডায় এ সময় উপস্থিত ছিলেন কানাডিয়ান প্রবাসী কবি আসাদ চৌধুরী, কথাসাহিত্যিক আনিসুল হক, কথাশিল্পী সালমা বাণী, নাঈম হাবিব ও সুষমা নাঈম রত্নাসহ অনন্য গুণীজন..
১ Comment
very good job.