১৭৩ বার পড়া হয়েছে
কাঠগোলাপের ফুল
অমিয় ব্যানার্জী
সুখ নেই আজ বসন্ত বাতাসে
উত্তপ্ত রোদে পোড়া পাখিরা,
ক্লান্তিতে উড়ে বেড়ায় আকাশে।
প্রেমহীন বসন্ত আজ নির্লিপ্ত
অরণ্য ধ্বংসের লীলায়-
বসন্ত এলেও থেকেছে সুপ্ত।
মানুষ শুধু বসন্তের সুখ চায়
ধরে রাখতে পারে না কিছু,
উতপ্ততার নিতে হবে দায়।
বসন্তের স্মৃতি নিয়ে দিন কাটবে
ফুটবে কাঠগোলাপের ফুল,
বসন্তের ছোঁয়া পাবে কিভাবে।
হয়ত এমন আসবে একদিন
বসন্ত চিরদিন পথ হারাবে,
প্রকৃতিতে থেকেই যাবে ঋণ।