সৌন্দর্যে কীট
চাঁদের জ্যোৎস্না, সে তো
আমাবস্যার পরেই মেলে
চন্দ্র গ্রহণ তেমনটা নয়।
জীবনের সুখের উঠোনে
অনেকের মুখরিত ভীড়
নিরানন্দে অচেনা হয়।
মধুবীনে ফুলে কী বসে
গুঞ্জরিত ব্যাকুল মৌমাছি!
ফুলের সৌন্দর্যে নয়।
মানুষ রূপী ফানুস আসে
নিয়ে স্বার্থের ফন্দি
কখনো ভালোবেসে নয়।
পোষ মানে না
মাটির পিঞ্জিরায় বসত করে
এক অচীন মন পাখি,
পোষ মানে না, তবুও তারে
যত্নে আগলে রাখি।
মাটির পিঞ্জিরা সাজায় পাখি
ইচ্ছে খুশি মতো,
বুকের মধ্যে বান্ধে বাসা
মায়ার জালে শত।
দুঃখ সুখের সুর তুলে
গায় যে পাখি গান,
দম ফুরালে থামবে পাখি
ভুলবে খাঁচার টান।
তবুও পাখি যায় উড়িয়া
ফেরে না তো আর,
বোঝে নাতো খাঁচার মায়া
মুক্ত করে দ্বার।
পড়ে থাকে পিঞ্জিরা
মিথ্যে ধরার তলে,
মাটির পিঞ্জিরা, মাটিতে মেশে
সব বন্ধন ভুলে।