কবি সুবোধ সরকার ও কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে আড্ডা:
১৭ জুন শনিবার সকাল ১১ টায় পাঠক সমাবেশ কেন্দ্র, কাঁটাবন, ঢাকার উদ্যোগে কবি সুবোধ সরকার ও কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে আড্ডা অনুষ্ঠিত।
অধ্যাপক নিরঞ্জন অধিকারী’র সভাপতিত্বে বিভিন্ন বাচিক শিল্পীর পরিবেশনায় ছিল কবি সুবোধ সরকার এবং কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়-এর কবিতার মনোরম পরিবেশনা। উপস্থিত বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন, ছড়াকার আসলাম সানী, কবি ও কলামিস্ট আবুল খায়ের, বাচিক শিল্পী সৈয়দা সাজিদা খানমসহ আরো অনেক কবি, লেখক ও এক ঝাঁক বাচিক শিল্পী।
সমন্বয়কারি: মাসুম আজিজুল বাসার, পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন: ড. শাহাদাৎ হোসেন নিপু।