কানাডা প্রবাসী বিশিষ্ট কবি মৌ মধুবন্তী’র ইউরোপ, আমেরিকা ও ইংল্যান্ডের সাম্প্রতিক সাহিত্য ভ্রমণ ও গবেষণালব্ধ ছন্দভিত্তিক কাব্যগ্রন্থ ” অক্ষরবৃত্তের পদাবলি”-এর আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত।
কেক কাটা ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে আলোচনার শুভসূচনা করা হয়।
এতে নিম্নলিখিত কবি, লেখক, বাচিকশিল্পী ও প্রকাশকগণ আলোচনায় অংশগ্রহণ করেন:
০১) বদরুল হায়দার
০২) গিয়াস উদ্দিন চাষা
০৩) আহমদ পারভেজ জাবীন
০৪) বদরুল আহসান খান
০৫) অনিক ইসলাম
০৬) হাসনাইন সাজ্জাদ
০৭) ফারুক মাহমুদ
০৮) সমর ঘোষ
০৯) জাহিদুল হক
১০) ঝর্ণা রহমান
১১) রবিউল হক
১২) বিমল গুহ
১৩) ইমরোজ সোহেল
১৪) অসীম সাহা
১৫) শাহ মোহাম্মদ সানাউল হক
১৬) আবুল খায়ের
১৭) ড. শাহাদাৎ হোসেন নিপু
১৮) চঞ্চল আক্তার
১৯) প্রত্যয় জসিম
২০) নবেন্দু সাহা নব
২১) আবির প্রতেতি
২২) মৌ মধুবন্তী
অনুষ্ঠানটির আয়োজক ছিলেন: বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারেরি সোসাইটি ইনক, নিউইয়র্ক, কবিতাচর্চা।
সার্বিক তত্ত্বাবধানে – বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী ও কবি বদরুল হায়দার
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন : ইউসুফ রেজা