০১) আমি জেনেছি সেকথা
আমি জেনেছি সেকথা
বলেছো যেদিন তুমি
প্রয়োজন ফুরিয়েগেছে
আমাকে তোমার,
বুঝিনি আগে তা বলবে তুমি
হঠাৎ করে এমনি কথা
অবাক হইনি শুনে তোমার কথায়
গুনে গুনে রেখেছি সে শব্দ মালা।
আবার আসিবে সময়
ডাকিবে তুমি আমায়
বারে বারে কাঁদিবে নয়ন
পাবে না খোঁজে আমায়,
দেখিবে নয়ন মেলে তুমি
চারি পাশে নেইতো কেও
পুরনো সে অতীতে ফিরবে
জানি হবে নিঃস্ব জীবনে।
দেখিবো চেয়ে চেয়ে
তোমারি দুঃসময়
পারবে কি তাকাতে
নয়নে নয়ন মিলিয়ে?
তখন পারবে ফিরতে
আমারি কাছে সেদিন
বেদনা ভরা লাজুক
তোমার সেই মুখ নিয়ে?
আমি শব্দে লড়ি বজ্রে লড়ি না,
বড্ড ভয় হয় তাই
নিরব কান্না খোদা যে সহে না।
০২) অন্ধের জগতে বন্ধী
অন্ধের দুনিয়ায় আজ
আমি বন্ধ
দেখিনা তাই জগত জুড়ে
চলছে কি আনন্দ,
মিচে হাসি মুখে নিয়ে
বুক ভরা দুখে কাটে অহরহ
দুখি জনের দিন।
সুখে ভরা মুখুসের আড়লে
কি আছে বেদনা
লুকিয়ে রেখে চলে মিলে
পথে প্রান্তরে,
দেখিনা তা, বুঝি না তা
কত হাহাকার আছে
কতক মানুষের বুকে
চোখ যে আমার অন্ধ।
যার বুকেতে বেদনা ভরা
বুঝে সে কত ভারি
পাথর তার বুকেতে বসেছে
গেড়ে দৃঢ় চাপে,
সুখিরা সুখে ঘুরে মাতে হাসি
আনন্দে তাল মিলিয়ে
বুকে নিয়ে পাথর দুখীজন
চলে জিবন্ত লাশের মিছিলে।