প্রিয় সেজেছে
আজ মন আমার রঙিন সাজে সেজেছে
মন আমার উতলা হয়েছে।
মন আমার উদাসী হয়েছে
মন আমার সবুজে ঘেরা অশান্ত বিকেল হয়েছে
মন আমার আজ অবুঝ হয়েছে
ভালোবাসার সাত রঙে রংধনু সেজেছে।
আজ কিন্তু তোমাকে নীল শার্টে চাই
মেঘ বর্ষায় সন্ধ্যায় একাকী হতে চায়।
দুজন দুজনার হতে চাই
আজ মন আমার রঙিন সাজে সেজেছে।
দখিনা হাওয়া বইছে
কানে কানে শরতের হাওয়া আমায় বলেছে
তুমি ভালবেসেছ আমাকে।
মন আমার উতালা হয়েছে
আমি ভালোবাসায় হারিয়েছি।
নীল আকাশের রঙে আজ আমি সেজেছি
তোমাকে আজ নীল শার্টে চাই চাই।
দেখো না একটু আমাকে চেয়ে
আমি যে তোমার পথ চেয়ে।
প্রথম দেখায় ভালোবেসেছি তোমায়
আমি বিনা অনুমতিতে তোমায় ভালোবেসেছি।
মন আজ হাওয়ায় হাওয়ায় উড়ছে।
আমি আজ নদীর ঢেউ ঢেউ ভাসছি।
সোনালী আবেশে আমি যে তোমায় দেখেছি
আমি যে অন্ধ আবেশে আজ উতলা হয়েছি।
মন মন মন মন শুধু তোমায় জপে
আজ মন আমার রঙিন সাজে সেজেছে।
প্রিয় মন
মন আমার ইচ্ছে ইচ্ছে করে
নিয়ে যায় তোমায় আমি দূরে।
কি হলো যাবে তো
মন আমার ইচ্ছে ইচ্ছে করে।
কেন ও এতো দূরে দূরে থাকো
হারিয়ে যাবো তোমায় নিয়ে।
ভালোবাসার এক তীব্র অনন্ত জালে
অন্য এক এক স্বপ্নের পৃথিবীতে।
মন আমার ইচ্ছে ইচ্ছে করে
অনন্ত ভালোবাসা অনন্ত জীবনে।
চলো না দূরে যাই হারিয়ে
অভিমানে আর কত দূরে।
কি হলো বলো না ভালোবাসি তোমায়।
সাদা শার্ট পরা যুবরাজ।
মন চাই তোমায় নিয়ে হারাতে নীল সমুদ্রের তীরে।
ধরোনা ও দুটি হাত আমার
ভেঙে দাও ভালোবাসার অভিমানের দেয়াল।
মন আমার ইচ্ছে ইচ্ছে করে।
ও দুটি হাত ধরে যায় হারিয়ে।
ভালোবাসার শহর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে তোমার জন্য অপেক্ষা করে।
যাবে যত দূরে আমি রবো তোমার পাশে
অভিমান দূরে দূরে রাখো।
শুধু প্রিয় প্রিয় হয়ে থাকো।
মন আমার ইচ্ছে ইচ্ছে করে
উদাসী দিবানিশি তোমার জন্য।
তুমি যে আমার কবিতার কলমে
আমার ভালো বাসা র কবিতায় আমি যে তোমাকে স্পর্শ করি।
বলোনা বলোনা ও প্রিয়
খুব জানতে ইচ্ছে করে
তুমি কেমন আছো।
ভালোবাসা তুমি যে শুধু আমার
উতলা আমার এ মন।
তুমি হারিয়েছ কখন
আমি জানতে পারিনি প্রিয়
মন আমার ইচ্ছে ইচ্ছে করে।
১ Comment
very good poetry; congratulations