২৪২ বার পড়া হয়েছে
রাত্রি কথা।
পলি রহমান
আলো নিভিয়ে ঘুমাতে গ্যাছে ক্লান্ত পৃথিবী,
তুমিও ঘুমাও সঙ্গমের তৃপ্তি নিয়ে শিথিল দেহে।
কিছু নির্ঘুম পোকা কিলবিল করছে আমার শরীরে,
অত্যাচারী নখরে খোঁড়াখুঁড়ি করে চলেছে শরীরের এপার থেকে ওপার!
আরোহন অবরোহনের উল্লাসে মেতেছে ওরা,
যেনো আমার শরীর অভয়াশ্রমের মতো নিরাপদ কিছু একটা!
আঁধারের মায়াবী গন্ধ আশকারায় ভাসাচ্ছে সুক্ষ গোপন উত্তেজনা!
একপাশ তেতে উঠলে অগত্যা অন্য পাশে করে নিচ্ছি সাময়িক ঠিকানা।
কে যেনো অভ্যস্ত হাতে আঁধার উস্কে দিচ্ছে সাবধানে,
আর রাতভর কামাতুর জিহ্বায় গোপনে লেহন করে চলেছে,
আমার নির্ঘুমে কাতরানো অতি আদিম নিঃসঙ্গতা!