বাংলা সাহিত্য পরিষদ টরন্টো, কানাডার শোক সভা:
বিগত ২৮শে মে ২০২৩, রবিবার, সন্ধ্যায় কবি, লেখক ও কন্ঠশিল্পী যুথিকা বড়ুয়া’র স্মরণে বাংলা সাহিত্য পরিষদ, টরন্টো এক শোক সভার আয়োজন করে। বক্তাগণ বলেন- টরন্টোর অত্যন্ত জনপ্রিয় কন্ঠশিল্পী ছিলেন যুথিকা বড়ুয়া। গানের পাশাপাশি তিনি কবিতা এবং ছোটগল্প লিখেছেন বিভিন্ন পত্রিকায়। ঢাকা ও কলকাতায় বেশ জনপ্রিয় লেখক ছিলেন তিনি। বাংলাদেশের প্রথম সারির প্রকাশনী সংস্থা “প্রতিবিম্ব প্রকাশ” উত্তরা, ঢাকা থেকে প্রকাশিত হয় তাঁর গল্পের সংকলন, ‘নানান রঙের যাপিত জীবন’। যা বাংলা একাডেমি বইমেলা ২০২৩ এ প্রথম প্রকাশিত হয়।
তিনি গত ১৮ই এপ্রিল কলকাতায় বাটানগর (বাবার বাড়িতে) বেড়াতে গিয়ে অকালে মৃত্যু বরণ করেন।
অসম্ভব মেধাবী এই শিল্পী অল ইন্ডিয়া ক্লাসিক সংগীত কম্পিটিসনে প্রথম স্থান অধিকার করেন। সভায় আলোচনায় অংশগ্রহণ করেন পিযুষ বর্মন, ইন্দিরা বড়ুয়া, সৈয়দ কবির, কথা সাহিত্যিক
ফরিদা রহমান, লেখক জালাল কবির, প্রাবাসী কন্ঠ ম্যগাজিনের সম্পাদক খুরশিদ আলম, বাংলা একাডেমির সৈয়দ ওয়ালিউল্লাহ পদকপ্রাপ্ত লেখক ও কথাসাহিত্যিক জসিম মল্লিক, সাংবাদিক রেজাউর রহমান, ফারহান পল্লব, লেখক নাসরিন মাহমুদা, মুনির বাবু , হাসিনা আক্তার জানু এবং লেখক, গবেষক সোনা কান্তি বড়ুয়া । কবিতা আবৃতি করেন ফারহানা পল্লব। সংগীত পরিবেশন করেন সুমি বর্মন ও ফারহানা শান্তা এবং গোলাম মহিউদ্দিন।
সুমি বর্মন ও পিযুষ বর্মন তাদের বাসভবনে এই সন্ধ্যাটির আয়োজন করেন।
যুথিকা বড়ুয়া ছিলেন সোনা কান্তি বড়ুয়ার সহধর্মিণীএবং ইন্দিরা বড়ুয়ার মা। অনুষ্ঠানের শেষে নৌশভোজে সকলকে আপ্যায়ন করেন সুমি বর্মন এবং পিযুষ বর্মন।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন: মোয়াজ্জেম খান মনসুর।