১৩৬ বার পড়া হয়েছে
ওরে মন
সুজল মুশফিক
ওরে মন, তুই এত উদাস কেন?
পাগলা হাওয়ায় দুলিস কত।
কখনো মায়ায় কখনও হিংসায়,
কখনো প্রচন্ড প্রতিশোধের ক্ষত।
ওরে মন, তুই এত হিংসুটে কেন?
কারো ভালো থাকায় হিংসে যদি
সুন্দর দেখে তোর আগুন নদী।
প্রেম দেখে তোর হিংসে খুবি।