২৩৭ বার পড়া হয়েছে
এলোমেলো শব্দজট
নিলুফার জেসমীন রুমা
জীবনকে সহজ করে দেখতে গেলে ক্রমশ আরও
জটিল হয়ে উঠে,
জীবনের সহজ কিংবা জটিল হওয়ার নিজস্ব কোনো
ক্ষমতা আছে কিনা জানি না।
নাকি চারপাশের অনুঘটক গুলোই জীবনকে জটিল করে তোলে?
অবরুদ্ধ মস্তিকের নিউরনে বিচরণ করে নানা রকম প্রশ্নের ঝড়!
প্রতিদিনের ক্ষুধা তৃষ্ণা ভয় আর বেঁচে থাকার সংগ্রামে
এক্কাদোক্কা খেলতে খেলতে চোখের পাতায় ক্লান্তি নেমে আসে…
মৃত্যু কি মুক্তির পথ?
নাকি হিসাবের কাঠগড়ায় দাঁড়াবার পূর্ব প্রস্তুতি?
হাজারো লেখার ভীড়ে এলোমেলো শব্দজটে হাহাকার
আর বিতৃষ্ণা ছাড়া কোথাও কোনো সঠিক উওর
খুঁজে পেলাম ন।