১২৫ বার পড়া হয়েছে
বহুদিন যাবৎ অনেকেই অনুরোধ করেছিলেন যৌথকাব্যগ্রন্থ করতে। আমার ব্যস্ততার জন্যে সাহস করিনি। এখনো অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। তাই বলছিলাম কেউ যদি স্বেচ্ছায় আগ্রহী হয়ে থাকেন। তবে যোগাযোগ করতে পারেন। একটি সুন্দর নাম প্রস্তাব করতে পারেন। সম্পাদনার দায়িত্ব কেউ চাইলে নিতে পারেন। আমি সহযোগিতা করবো।
এযাবৎ যৌথকাব্য প্রস্তাবিত নামসমূহ :
১) খন্ডিত চন্দ্রালোক
২) তারার কাব্য
৩) কাব্যের মিতালী
৪) মায়াবী জোছনা
৫) জল কবুতর
৬) মায়াবী জ্যোৎস্না
প্রকাশনায়: #প্রতিবিম্ব_প্রকাশ
Cell: 01715363079