৬৬ বার পড়া হয়েছে
এবার দাসত্ব মোছ।
–সাদ্দাম বিশ্বাস।
খিল খিলয়ে হেস না!
তোমার সর্বাঙ্গে কিসের চিহ্ন?
আদিগন্ত পথ দাসত্বকে সঁপে দিয়ে
কী লাভ বসে থেকে নবারুণের প্রতিক্ষায়!
মনে ভেব,পাথর দেখে পাথর কাঁদে
লাশ দেখে কাঁদে মানুষ!
তুমি হোঁচট খেয়ে পড়ে গেলে
পড়ে যাবে মানচিত্র!
তুমি দিকভ্রান্ত হয়ে বসে গেলে
থেমে যাবে মানচিত্র!
তুমি হাঁটলে! হাঁটবে মানচিত্রের মাটি
নবীন কাণ্ডারী তুমি পথ দেখালে
ফুরোবে মানচিত্রের গন্তব্য।
তোমার হাতের আলোর কণা
বিলিয়ে দাও সকল হাতে
দেখবে ঝলমল করে উঠেছে মানচিত্রের প্রতিটি কোণা।