একটি কবিতা
ডাক্তার মমতাজ রহমান
একটি কবিতা বদলে দেয় জীবনকে।
একটি কবিতা বাঁচতে শেখায় মানুষকে।
একটি কবিতা স্বপ্ন দেখতে শেখায় নতুন করে।
একটি কবিতা আদর্শ শিখায় মানব জাতিকে।
একটি কবিতা পথ দেখায় অমানুষকে মানুষ হবার।
একটি কবিতা বদলে দেয় ভাগ্য নিমেষে।
একটি কবিতা প্রশান্তি দেয় জীবনের শেষ বেলায়।
একটি কবিতা উজ্জীবিত করে বিস্মৃত স্মৃতিকে।
একটি কবিতা শেখায় পরিণত মানুষ হতে।
একটি কবিতা শেখায় সুখের স্বপ্ন দেখতে।
একটি কবিতা আলো দেয় কালো মেঘ সরিয়ে।
একটি কবিতা প্রশান্তি দেয় সমুদ্রের গর্জনেও।
একটি কবিতা আকড়ে রাখে মায়ের স্নেহে।
একটি কবিতা পরাহত করে সব অপশক্তিকে।
একটি কবিতা খুলে দেয় রুদ্ধ দ্বার জীবনের।
একটি কবিতা জ্যোতি দেয় অন্ধ বিবেকের।
একটি কবিতা হাসতে শেখায় ভূমিষ্ঠ শিশুর মত।
একটি কবিতা পরিণত করে দীর্ঘশ্বাসকে শক্তিতে।
একটি কবিতা অন্তরকে বিলায় ঈশ্বরের পদতলে।
একটি কবিতা কলুস মুক্ত করে হৃদয়কে।
একটি কবিতা জ্যোতি ছড়ায় নক্ষত্রের মতো।
একটি কবিতা একত্রিত করে অনুভূতিগুলোকে।
একটি কবিতা উদার হতে শিখায় আকাশের মত।
একটি কবিত পরিষ্কার করে জরাজীর্ণ হৃদয় কে।
একটি কবিতা গন্ধ ছড়ায় গোলাপের মতো।
একটি কবিতা উজ্জ্বল করে অন্তর্দৃষ্টি মুক্তোর মতো।