৩২২ বার পড়া হয়েছে
উল্কাপিণ্ড
নীপা খান
এসেছিলে আলো হঠাৎ করে
ব্যবধান যে শুধু কয়েক ঘণ্টার
মনে হলো যেন স্বপনের মতো,
ঘুম ভাঙলেই সব মিলে যাবে।
হলো দেখা, গল্প আড্ডায়,
সময় গেল মাতোয়ারায়।
ছন্দের তালে, হৃদয় ভাঁজে,
কথাগুলোর অনুরণন ভাসে।
কল্পনার ওই গল্পগাথা
সুরের তথা ঐ মূর্ছনা,
কাব্যলোকে ভাবুক মাথা।
বাক্যের অম্লতা যথাতথা
দেখুক সবাই দেখুক মর্ত্যলোক।