উত্তরবঙ্গের নদ-নদীগুলোর নামের উৎপত্তি বিশ্লেষণ:
কনক সরকার। ভারত।
(Copyright Reserved, Ref- IJHSSS, Volume-IX, Issue-II, March 2023, pp-18-24.)
…………………………………………………………………..
তিস্তা নদী= “তিস তিস” বা “টিস্ টিস্” শব্দে বহে, তাই তিস্তা নদী।
কুলিক নদী= “কলকল” শব্দে বহে তাই কুলিক নদী (রায়গঞ্জ)।
তোর্সা নদী= বর্ষাকালে তীব্র স্রোতে “টস টস” বা “টরস টরস” শব্দ উৎপন্ন করে, তাই (টোর্সা) তোর্সা নদী।
ঘড়ঘড়িয়া নদী= “ঘড় ঘড়” শব্দে বহে তাই ঘড়ঘড়িয়া নদী (কোচবিহার)।
রায়ঢাক নদী= “ঢক ঢক” ঢাকের মতো শব্দ উৎপন্ন করে তাই রায়ঢাক নদী।
ঢাকসি নদী= “ঢক ঢক” শব্দে বহে তাই ঢাকসি নদী।
জলঢাকা নদী= বর্ষাকালে জল “ঢক ঢক” শব্দে বহে তাই জলঢাকা নদী।
গঙ্গা নদী= বিশাল জলরাশি “গং গং” বা “গম গম” শব্দে বহে তাই গঙ্গা নদী।
ডুডুয়া নদী= বর্ষাকালে প্রবল স্রোত “ডু ডু” শব্দে বহে তাই ডুডুয়া নদী (জলপাইগুড়ি)।
সংকোশ নদী= “কশ কশ” শব্দ উৎপন্ন করে তাই সংকোশ নদী।
………………………………..
স্বর বা ধ্বনি (Sound) থেকে শব্দের উৎপত্তি হয়। সংস্কৃত “নদী” শব্দের উৎপত্তি “নাদ” (Sound or শব্দ) থেকে। নদী অর্থে শব্দবতী। যা “নাদ” বা শব্দ করে প্রবাহিত হয় তাই নদী। তেমনি গঙ্গা নদী নামের উৎপত্তি “গং গং” বা “গম গম” (Sound) ধ্বনি থেকে। আগে যখন যান্ত্রিক সভ্যতা ছিল না, তখন নদীর জলপ্রবাহের শব্দ দূর থেকে শোনা যেত। তাই নদীস্রোতের শব্দ থেকে বহু নদীর নামের উৎপত্তি। শুধু উত্তরবঙ্গ নয়। হিমালয়ের খরস্রোতা নদীগুলির নাম এভাবে উৎপত্তি। ভাষাতত্ত্বে এটাকে বলে Tonal Word বা স্বর বা ধ্বনি ভিত্তিক শব্দ। এগুলো অর্জিত (Acquired) নাম। অন্যদিকে ব্রহ্মপুত্র, ভাগীরথী এগুলো আরোপিত (Imposed) নাম।
নদীর আকৃতি (Size) ও প্রকৃতি (Elevation) অনুযায়ী জলপ্রবাহের শব্দ বা ধ্বনিও নানা রূপ হতে পারে।তা স্থানীয় ভাযাতে অধিবাসীরা যে ভাবে Catch করে সেভাবে নামের উৎপত্তি হয়। তাই নানা রূপ ধ্বনি থেকে নানাবিধ নদী নামের উৎপত্তি। তবে সব নদীর নাম শব্দ থেকে আসে নি। যেমন যমুনা, ভাগীরথী এসব আরোপিত (Imposed) নাম। সমতলের নদী স্রোতহীন শব্দহীন, তাই নামও আরোপিত।
উত্তরবঙ্গের নদী স্রোতযুক্ত ও শব্দযুক্ত। তোর্সা ও তিস্তা নদীর নামও জলপ্রবাহের শব্দ থেকে এসেছে। তোর্ষাকে স্থানীয়রা বলে টোর্সা। বর্ষা ও বন্যার সময় তীব্র স্রোতে টস টস বা টরস টরস শব্দ উৎপন্ন করে। তার থেকে টোরসা বা তোর্সা নামের উৎপত্তি। তুলনায় তিস্তার জল অনেক শান্ত ও গভীর। টিস্ টিস্ শব্দে বহে, তাই তিস্তা। টিস্ টিস্ শব্দ থেকে তিস্তা নামের উৎপত্তি। তেমনি বর্ষাকালে “ডু ডু” শব্দে বহে তাই ডুডুয়া নদী (ময়নাগুড়ি)।
১৮৬ বার পড়া হয়েছে