রক্তাক্ত বাংলাদেশ
— ওয়াহিদুজ্জামান বকুল
রক্তাক্ত মাটি, রক্তাক্ত দেশ,
বাংলার বুকে আজ উঠেছে বিষাদ,
লাল-সবুজের স্বপ্নে বাঁধা দেশ,
কেন আজ এত রক্তের আসর সাজায়?
কোথায় সে মুক্তির গান,
কোথায় সে স্বাধীনতার বাণী?
শুধু কান্নার আওয়াজ,
আছে চারিদিকে রক্তের চিহ্ন।
মায়ের চোখে জল,
পিতার বুকে হাহাকার,
ভাইয়ের চোখে আগুন,
বোনের মুখে নীরবতার ভার।
নিধন হলো ছাত্র-জনতা
স্বপ্নে বোনা তরুণ প্রাণ,
তাদের রক্তে ভিজে গেছে মাটি,
স্বাধীনতার কি এই পরিচয়?
তাদের স্বপ্ন ছিল উঁচু,
তাদের চোখে ছিল আগামীর আশা,
কিন্তু নির্মমতা নিয়ে এসেছে,
তাদের জীবনে গভীর অন্ধকার।
ক্যাম্পাসের প্রান্তরে,
ঝরে গেছে কত বীরের প্রাণ,
তবু রক্তাক্ত বাংলাদেশের এই বুকে,
একদিন ফিরবে শান্তির গান?
তবে সেই দিনের আশায়,
চলবে আমাদের লড়াই,
রক্তাক্ত বাংলাদেশ,
হবে একদিন মুক্তির নিশান।