আমি বলছি না
তসলিমা হাসান
আমি বলছি না যে, আমাকে ভালোবাসতেই হবে।
শুধু চাইছি, আমার জন্য কেউ অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনবে।
কেমন আছি জানার কৌতুহলে বাড়বে অস্থিরতা।
মন খারাপের কারণ অনুসন্ধানে বাড়বে ব্যাকুলতা।
আমি বলছি না যে, আমাকে তোমার অধিকার দাও।
কেবলমাত্র চাইছি,
নীরবে- নিভৃতে এসে কেউ আমার বুকের ভিতর থেকে ভিতরের
না বলা তীব্র যন্ত্রণা আর কষ্টের উঁচু পাহাড়টা ভেঙে সমান করে দিবে।
আমি বলছি না যে, তোমার ভবিষ্যতটা আমাকে দাও।
চাইছি শুধু, আমার সম্মুখীন হয়ে কেউ আমায় প্রশ্নবিদ্ধে আবদ্ধ করবে —
তোমার চুলগুলো এতো এলোমেলো কেন?
চোখে কাজল আঁকোনি কেন?
কেন ঠোঁটে লিপস্টিক পড়নি?
আমি বলছি না যে, আমাকেএকটা প্রেমোমালা উপহার দাও।
আমি শুধু চাইছি, আমার জন্য কেউ শত -সহস্র কবিতা উৎসর্গ করবে।
আর উপন্যাসের পাতায় গেঁথে দিবে আমার সৌজন্যে তার রঙিন স্বপ্ন।
_________
তসলিমা হাসান
কানাডা,১৮-০৬-২০২৩