আমার ভাষা
সুলগ্না মিত্র
প্রথম তোমায় মা বলে ডাকলাম,
তারপর তোমার কোলে বসে অ আ ই ঈ শিখলাম।
তারপর অনেক ভাষা পড়েছি, লিখেছি, শিখেছি,
কিন্তু মা, সবার মায়ের মধ্যে কিন্তু তোমার ছবিই খুঁজেছি।
সেই বর্ণমালা যদি হঠাৎ কেউ কেড়ে নিতে চায়!
যদি তোমাকে আমার থেকে ছিন্ন করতে চায়!
তাহলে সেটা নেহাৎ তাদের মূর্খামি ,
কেউ ছিনিয়ে নিতে পারবেনা তোমাকে যতক্ষণ শ্বাস নিচ্ছি আমি।
আমার পুরো স্বত্ত্বা জুড়ে তুমি,
আমার হাত পা মুখ বেঁধে রাখলেও, আমার চেতনা জুড়ে তুমি।
আমার আমিতেও তুমিই।
আমার ভালোবাসার তুমিতেও তুমি।
তুমিই সেই ছোট্ট বেলার ঘুম পাড়ানি গান , রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি।
তুমিই ছোট্টবেলার ঠাকুমার ঝুলি থেকে শেষের কবিতা,
তুমিই বাউল , জারি, সারি, ভাটিয়ালি
তুমিই রূপনারায়ণ, কোপাই, তিস্তা, তোর্সা, গঙ্গা, পদ্মা।
যদি কেউ বলে অন্য ভাষা শিখে ভুলে গেছি তোমায়,
তখন ভীষণ কষ্ট হয়, সেই অবোধ মূর্খদের কে বা বোঝায়?
সেই অন্য ভাষাতেও বয়েছ তুমিই, অন্তরসলিলা ফলগু হয়ে,
সেই ভাষাকেও তুমিই চিনিয়েছে , আমার হাত ধরে।
কারণ তুমিই মিশেছো মা অন্ন, মাটি, বায়ু হয়ে..
আমার রক্তে, রন্ধ্রে, সমস্ত চেতনা জুড়ে ।
<<কলকাতা>>
১ Comment
very good job; Congratulations.