আমার জন্য একজন কেউ থাকুক
(লাবণ্য সীমা)
সত্যিই নিঃসঙ্গ একা পথ চলতে কেউ একজন থাকুক
মাঝরাতে আঁধার ঘরে একা আমার ভয় কাটাতে
সঙ্গী হয়ে কেউ একজন থাকুক
খাবার সময় পানির পাত্রটি এগিয়ে দেবার জন্য আমার কাছে
কেউ একজন থাকুক।
গোসল শেষে ভেজা চুলের পানি মুছে দেবার একজন কেউ থাকুক
রান্না ঘরে ক্লান্ত ঘর্মাক্ত শরীর তারপরও পিছন থেকে ঝাপটে ধরুক
ভালোবেসে ঘাড়ে মুখ লুকিয়ে ঘামের গন্ধ নেবার কেউ একজন থাকুক
বৃষ্টি এলে, একসাথে ভেজবার জন্য কেউ একজন থাকুক
জাম আর জামরুলের পাতার আড়ালে একটুকরো রোদ এসে
বিকেলটাকে সুন্দর করে দেয় সে সৌন্দর্য টুকু একসাথে
দেখবার জন্য কেউ একজন পাশে থাকুক।
মন খারাপের রাতে আমার বিষণ্ণতাকে
ভুলিয়ে দিতে একজন ভালোবাসার কেউ থাকুক।
বেলা শেষে ফিরে এসে অপেক্ষা রত
দুটো আকুলচোখ আমার প্রাণে চেয়ে থাকুক।
আমার একজন প্রিয় মানুষ থাকুক।
৩ Comments
Congratulations
একা বাঁচা নয় করোকে সঙ্গী করে সব সময় বাঁচা। কবিতার সারমেয় ধ্বণিটাই ভাল লাগার।চমৎকার লেখনির-
সুন্দর অনুভূতি।
মনকে আলোড়িত করে।
আশার বাতি হয়ে জ্বলে জীবন চালিকায়
কবিকে অভিনন্দন।
চমৎকার লেখনি।Good people always do good works in silence