আমাদের খোকা
মাসুমা বকুল
টুঙ্গিপাড়ার নীল আকাশ যে রাঙা রবির আলো
একটি ছেলে জন্ম নিল, জগৎ হল ভালো।
বাবা-মায়ের ছোট্ট খোকা, আদুল গায়ে ঘোরে
দাপিয়ে বেড়ায় শিশুর দলে মধুমতীর চরে।
দোয়েল পাখির সুরে ছোটে হিজল-তমাল বনে
সবুজ মায়ায় ঘুরে বেড়ায় হাজার পাখির সনে।
ভালোবাসে শালিক, বাবুই, পোষা ময়না জান
বানর, কুকুর সবার সে যে বন্ধু, মহৎপ্রাণ।
ছোট্ট খোকার হৃদয় সে তো, বিশাল আকাশ পাতা
সবার মাথায় মেলে ধরে ভালোবাসার ছাতা।
হদয় মাঝে বাজে ব্যথা গরিব-দু:খীর তরে
নিজের পোশাক বিলিয়ে দেয়, অশেষ মায়া ভরে।
গিমাডাঙা স্কুলে যায় বন্ধুদের সাথে
পড়ালেখার পাশাপাশি ফুটবলেতে মাতে।
সবার প্রিয় ‘মিয়াভাই’ সবাই ভালোবাসে
নদীর জলে উজান ঠেলে খোকার নৌকা ভাসে।
বড় হয়ে খোকা দেখে দেশমুক্তির আশ
জনগণের চোখের মণি, শত্রুমনের ত্রাস।
প্রাণের চেয়েও বাসে ভালো দেশ, মাটি আর মা’কে
কোন লোভের কড়ি দিয়েই যায় না কেনা তাকে।
‘বঙ্গবন্ধু’ উপাধি পায় দেশজোড়া তার নাম
দেশের তরে জীবনবাজি, সংগ্রাম অবিরাম।
রক্তপিছল আবির পথে আনে স্বাধীনতা
মুক্ত আকাশ, স্বাধীন ভূমি, স্বাধীন পতাকা।
বাংলাদেশের সবুজ ছায়ে দোয়েল পাখির সুরে
ঝিলের জলে শাপলা ফোটে, খোকার স্মতির তরে।
এই খোকা কে? বলতে পার? কোন সে মহান নেতা?
বঙ্গবন্ধু শেখ মুজিব, মোদের জাতির পিতা।।