অবহেলা।
রাবেয়া আহমেদ চামেলী
নারী বলে কি আমাদের প্রতি এতো অবহেলা।
যারা তাদের চিন্তা চেতনায় মূর্খ
তারাই শুধু নারীদের নিয়ে করে হেলাফেলা।
জঘন্য এ সমাজ ব্যবস্থাটাই ভালো না
তাই তো ভাবি ওরা কি মনুষ্য জাতি।
সারাক্ষণ নারীদের জীবনের বাতি
নিভে দিচ্ছে রাতারাতি।
এভাবে থামাতে পারবে না ওদের জীবনের গতি।
কল্যাণ কাজের জন্য অর্জন করছে শক্তি।
ভালো মন্দ নিয়েই হচ্ছে সুবুদ্ধি।
তাদের ভালবেসে প্রকাশ কর সম্মতি।
নারীদের জীবনের দুঃখ কষ্ট দুর্গতি
মানুষের মনের গভীরে সত্যি
মাঝে মাঝে মন টায় থাকেনা ফুর্তি।
আনন্দ দুঃখের কত স্মৃতি
রেখে যায় নারীদের অম্লান কীর্তি।
তাই তো তখনই নারীদের প্রকাশ পাই ভাবমূর্তি।
জীবনে এগিয়ে যাওয়ার পরাশক্তি
থেমে থাকবে না কখনো একরতি।
তাই তো নারীর মাতৃত্বের ভুমিকায়
পৃথিবীর শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে
এটাই অনাবিল পরম চিরসত্যি।
তাদের কখনো হেয় করো না
তাদের প্রতি রেখো অম্লান শ্রদ্ধা ও ভক্তি।