১০৭ বার পড়া হয়েছে
অন্য মানুষ
ড. হাসিবুর রহমান
তোমাকে দেখলে আমি হয়ে যায় এক অন্য মানুষ
কথার মালা হারিয়ে ফেলি কথার মাঝে
মনের কামনা লুকিয়ে ফেলি মনের মাঝে
অনেক কথা বলি অন্যভাবে আনমনে
তোমার ছোঁয় আমাকে করে দেয় এক অন্য মানুষ।
কথার সাথে চলতে থাকে তুমুল খেলা
না জানা কথা না বলা কথার শব্দমালা
ব্যকরণ ভুলে লিখি যতসব অন্য কথা
ভুলে যায় সব ভুলে যায় মনের কষ্ট ব্যথা
তোমাকে দেখলে আমি হয়ে যায় এক অন্য মানুষ।
তোমাকে দেখি অন্য চোখে হয়ে আমি অন্য মানুষ
চোখের ভেতরে জাগে আর এক অন্য চোখ
তোমাকে পাবার তরে ঝড় ওঠে আমার বুকে
সব কছিু ভেসে যায় দারুণ প্রণয় কাতরে
তোমার ছোঁয়া আমাকে করে দেয় এক অন্য মানুষ।