অতঃপর
তসলিমা হাসান
ভাঙা-ছেঁড়া স্বপ্ন যোগ অস্থিরতায়: অসুস্থ-ঘুম ভাঙছিল বারবার ৷
অচেনা নোনা জলে অসহায় চোখ
আর
দশ দিক জুড়ে রাত ৩:২৯ এর অপরিমেয় দুঃখী অন্ধকার৷
কি হল শরীরে আমার?
মন চাইছে
বরফ? শিশির? পানি?
ভালো লাগবে তো ? কি জানি
আবার ঘুম-স্বপ্ন-জেগে যাওয়া
জীবন তরীর পালে অবাধ্য হাওয়া।
হাত পা জ্বলছে,
চামড়ার নিচে যেন তরল আগুন ছুটে চলছে ৷
ভাবছি! কি হলো? বাঁচবো কি?
ঠাই নিবে কি নিরবতা?
যদি না, এই খারাপ শরীরে তবে কেমনে দিব পাড়ি দিনের বাস্তবতা?
দেহটাকে বিছানায় রেখে
কেমন করে যেন দিলাম পারি নভোমন্ডল,
খুলে গেল আকাশের দরজা৷
প্রশান্ত হল আত্মা, শরীর, মন ৷
অতঃপর :
______________
কানাডা,০২-০৯-২০২৩