Author: প্রতিবিম্ব প্রকাশ

আমি থাকবো আমার আমিত্বে –/ তসলিমা হাসান তোমার আঙিনায় ভোর হবে কোকিল গাইবে গান, আমি থাকবো না ৷ তোমার বাগানে ফুল ফুটবে ঝরে যাবে প্রত্যহ, ভ্রমরের হবে আনাগোনা আমি থাকবো না ৷ তোমার কেশ বাতাসে উড়বে দক্ষিণা হাওয়া দিবে দোলা। তোমার শরীরে কম্পন জাগাবে মৃত্তিকার ঘুম, আমি থাকবো না ৷ তোমার প্রেম, তোমার কাম, তোমার হৃদয় একাকার করে দেবে ভিনদেশী কোন আগন্তুক, আমি থাকবো না ৷ তুমি খেলে বেড়াবে পৃথিবীর মাতানো রঙে, তাতেই শুকোবে আমার অন্তিম মাটি ৷ আমি থাকবো না। আমি থাকবো না তোমার গানে তোমার রাগিণীভরা প্রাণে রাগভরা ভ্রুকুটি চক্ষুতে, আমি থাকবো শুধু আমার আমিত্বে ৷

আরো পড়ুন

আমার জীবন –/আবুল খায়ের ২৯-০৬-২০২১ জীবন যেখানে যেমন মিশে গেছে প্রান্তর ধূসর পাইনি খুঁজে তোমার মন আমার ছিল যখন প্রয়োজন। তুমিও গেছো চলে পথ ভুলে শূন্য হৃদয়ে দিয়েছো কাঁপন জানি না, বুঝি না আজও অপরাধ কি শুধুই আমার ছিল ভাবি না এখন আর অকারণ। সুখী হতে পারো জগতে লাল রঙের ঝিলিক ললাটে ভাবনার কার্ণিশে তুমিও যে আছো পারবে না কেউ মন গলাতে

আরো পড়ুন