Author: প্রতিবিম্ব প্রকাশ

আমার জীবন –/আবুল খায়ের ২৯-০৬-২০২১ জীবন যেখানে যেমন মিশে গেছে প্রান্তর ধূসর পাইনি খুঁজে তোমার মন আমার ছিল যখন প্রয়োজন। তুমিও গেছো চলে পথ ভুলে শূন্য হৃদয়ে দিয়েছো কাঁপন জানি না, বুঝি না আজও অপরাধ কি শুধুই আমার ছিল ভাবি না এখন আর অকারণ। সুখী হতে পারো জগতে লাল রঙের ঝিলিক ললাটে ভাবনার কার্ণিশে তুমিও যে আছো পারবে না কেউ মন গলাতে

আরো পড়ুন