৩৮৭ বার পড়া হয়েছে
করুণ বিলাপ
(সুরাইয়া সুলতানা)
০৯-০৬-২০২২
মেঘের ভাঙন জানে আকাশ
কতো অজস্র জলের ক্ষরণ তার,
বিবাগী মনই জানে শূন্যতার খোঁজ
কী তিব্র বেদনায় বুকে হাহাকার।
দেখেছো আমাবস্যার কঠিন অন্ধকার!
যা ঢেকে ফেলে জ্বলজ্বলে শুকতারা,
কতো জীবনের সুখ ঢেকে যায়
শুধু বেঁচে থাকার তাগিদে দিশেহারা।
আমরণ কিছু জীবন কাঁদে
অনন্ত অন্ধকারে মুখ গুঁজে,
কতো শ্রাবণের ধারা বয়ে যায়
শুধু ফাগুনের বিলাপ খুঁজে।
১ Comment
congratulations