২০০ বার পড়া হয়েছে
কাজী নজরুল
(ফারজানা ইয়াসমিন)
কাজী নজরুল তুমি কি শুধুই কবি?
তবে তুমি কি শুধুই লেখক?
আমার কাছে তুমি বিদ্রোহী কবি।
আমার কাছে তুমি প্রেয়সীর হৃদয় হরণকারী।
তোমার মতো আর কেউ নেই
এ মনের আঙ্গিনায় বসতকারি।
তোমার প্রেমিক মন লিখেছে কবিতা।
তোমার কঠিন মন করেছে প্রতিবাদ।
তোমার আলোকময় মন
করেছে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ।
তুমি তোমার লেখায় আছো বেঁচে,
আজও হয়ে দীপ্তমূর্তি চিত্রে।
তুমি রবে স্মরণে যুগ যুগ ধরে।
বাঙালি আমি গর্বিত,
তোমায় এ বঙ্গেতে পেয়ে।
১ Comment
congratulations